10/18/2025 অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অভয়নগর প্রতিনিধি।
১৮ অক্টোবর ২০২৫ ০৮:৫৯
স্টাফ রিপোটার্স।। যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নওয়াপাড়া মহিলা কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিকদার সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শরিফুল ইসলাম সরু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে নেতা-কর্মীদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিকদার সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিনের নাম ঘোষণা করা হয়।
এছাড়া নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক আলমগীর ফারাজী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কালামের নাম ঘোষণা করেন প্রধান অতিথি।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেখ আব্দুল কাদের, এস এম জহিরউদ্দিন, প্রহলাদ সাহা, সৈয়দ ফরিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন, এস কে অলোক দাস, আব্দুল গফফার, আনিচ হোসেন, রাজু গাজী, আবদুল হাসেম, সিদ্দিকসহ আরও অনেকে।