4724
10/15/2025
রামপ্রসাদ কুন্ডু'র কবিতা- কী কঠিন তুমি
রামপ্রসাদ কুন্ডু'র কবিতা- কী কঠিন তুমি
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২১ ১৪:৫৪
একবার তুমি শেকল ভেঙে দাও
পৃথিবীকে সুখময় করে দাও আরও একবার,
পারো যদি ভাঙো সব কিছু আর আগুন জ্বালো
অবিনাশী মনের আগুন জ্বালাময়ী হয়ে
জ্বলতে থাক আমার হৃদয়ে।
আকাশের মতই বিশাল তোমার মন
তা ভেঙে দাও, ধুলোর মত নরম করে দাও
সেখানে বিচরন করব সারাক্ষন।
কী দুর্নিবার তুমি
তোমাকে জয় করা সহজ নয়
উদাসী চৈত্রের হাওয়াতে লাস হয়ে পড়ি থাকি,
মনের ভেতর আগুন জ্বলে তবু তুমি নেভাতে আসোনা কভু
নিত্য তুমি লাল বেনারসীতে সাজাও তোমার অঙ্গ
স্রোতে ভেসে চলা শেওলা ঠিকানা পায়, তবু
তোমার হৃদয়ের কোনের সীমানা আমি পাইনা ।
একবার তোমাকে ধরতে মন চাই, ছুতে মন চাই
আনন্দহীন এই জীবনের নন্দন কাননে,
মুহুর্তেই বিকশিত হয় তোমার চঞ্চলতা
তুমি ছন্দে ছন্দে ফুলের গন্ধ ভরিয়ে চল দুলে দুলে
নদীর স্রোতের মতই তোমার আনাগোনা চলে
তাই তোমাকে ছুঁতে পারিনা।
কী কঠিন তুমি!
তোমাকে কবিতায় ধরা যায় না
অনুভবেও কখনো পাই না।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]