10/24/2025 অসহায় মানুষের সন্ধান পেলেই পৌঁছে যাচ্ছে- দান বীর ইয়াকুব আলীর খাদ্য সামগ্রী
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২১ ১২:২৪
নিউজ টি নজরে আসে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। নিউজের বিস্তারিত পড়ার সাথে সাথে সহযোগিতার হাত বাড়িতে এগিয়ে আসলেন তিনি। আজ বুধবার তার বাড়িতে এস এম ইয়াকুব আলীর পক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সাংবাদিক তাজাম্মূল হুসাইন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি, ও গুড়া দুধ। ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে প্রতিবন্ধী মোস্তাক আবেগ আপ্লুত হয়। এসময় মোস্তাক'কে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন হলে ইয়াকুব আলীর সাথে দেখা করবেন। ফলে প্রতিবন্ধী মোস্তাক মোড়ল খাদ্য সামগ্রী পেয়ে বিজয় খুশি। তারপরও তার ভাঙ্গা ঘরটুকু দেখিয়ে মেরামত করে দেওয়ার ইঙ্গিতও করেছে ভ্যান চালক প্রতিবন্ধী মোস্তাক।