10/24/2025 স্ত্রীকে হত্যায় দায়ে পুলিশ সদস্যের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর ২০২১ ০৯:৩২
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা মধ্যে যোগিপোল মনিরুল ইসলামের ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ঊষাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী মাহমুদ। এ ঘটনায় নিহতের ভাই জিএম সোহেল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং- ৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নৃপেন বিশ্বাস একই বছরের ১৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করলে ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।