10/24/2025 মণিরামপুরে জামাত নেতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, নিরব উপজেলা ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২১ ০৪:০১
মামলার বিবরণ সূত্রে জানা যায় ভোজগাতী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জামাত নেতা হুমায়ুন কবির মুক্তার গত দুই বছর আগে চালকিডাঙা বাজারে হামলার শিকার হন। সেই সময়ের দায়েরকৃত মামলায় হারুন অর রশিদ গ্রেফতার হয়েছেন। গত দুই মাস হলো ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা হুমায়ুন কবির মুক্তার হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী হারুন অর রশিদ এর গ্রেপ্তার হওয়ার সম্পর্কে নিশ্চিত করে বলেন, হারুন-অর-রশিদ একটি মামলার পরোয়ানার আসামি। তাঁকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।