10/24/2025 অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর ২০২১ ১০:৩৯
নিহত জিসানের গ্রামের বাড়ি পায়রা ইউনিয়নের সমশপুরে গ্রামে সে পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন। তার পিতা আতিয়ার রহমান পায়রাহাট টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও মাতা জাহানারা বেগম পদ্ম পুকুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষিকা।
প্রতক্ষদর্শীরা জানান ৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০.৩০ টার দিকে মোটর সাইকেল যোগে রেল লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সাথে ধাক্কা খায় জিসান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া স্টেশন মাস্টার মো বুলবুল আহম্মেদ জানান, সংবাদটি মাত্র শুনলাম।
এদিকে স্কুল ছাত্র জিসানের আকাল মৃত্যুতে এলাকায় সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।