10/24/2025 মণিরামপুরের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে এবার পানিতে নেমে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২১ ১৬:৪৩
মণিরামপুর উপজেলা পানি কমিটির উদ্যোগে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বিদ্যালয়ের জলমগ্ন মাঠে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মণিরামপুর উপজেলা পানি কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হলেও পার্শ্ববর্তি অভয়নগর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকার অনেক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু, যশোর জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন, অভয়নগর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বেগম, পায়রা ইউপি চেয়ারম্যান বিঞ্চু পদ, সাবেক অধ্যক্ষ মোতালেব সরদার, মণিরামপুরের নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে জলাবদ্ধ এলাকার মানুষের প্রতি মানবিক সহায়তা,টিআরএম প্রকল্প চালু, অভয়নগরের আমডাঙ্গা রোজিপুর খাল খনন, মুক্তেশ্বরী-টেকা-হরি নদী খননসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। উল্লেখ্য ভবদহ এলাকার বিশেষ করে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার প্রায় শতাধীক গ্রাম দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রয়েছে। জলাবদ্ধতার কারনে এসব এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসলের ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। ফলে মানুষের মধ্যে বিরাজ করছে সিমাহীন উৎকণ্ঠা ও দূর্ভোগ।