10/24/2025 যশোরে আকবর হজ্জ গ্রুপের চেয়ারম্যানের প্রথম বউ থাকা অবস্থায় হেলিকপ্টারযোগে দ্বিতীয় বিয়ে
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২১ ১৬:৪৭
স্থানীয়রা জানান, হেলিকপ্টারে আসার পর দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির (৩৩) সঙ্গে ফারুকীর বিয়ে সম্পন্ন হয়। খাদিজা পারভীন লিপির দুইটি ছেলে সন্তান রয়েছে। মুফতি লুৎফর রহমান ফারুকী যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তার প্রথম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এই বিয়ের মধ্যস্ততা করেছেন অভয়নগর উপজেলার পুড়াখালি মহিলা মাদ্রাসার সুপার আশেক এলাহী।
মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন, আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্বিতীয় বিয়ে করেছি। সোমবার অভয়নগর উপজেলার দিঘিরপাড় গ্রামের আব্দুল মান্নানের মেয়ে খাদিজা পারভীন লিপির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে।তিনি বলেন, আমি খুবই ব্যস্ত মানুষ, সময় বাঁচাতে হেলিকপ্টারে করে গিয়েছি। সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করেছি।