10/25/2025 বিদ্রোহী প্রার্থী এডভোকেট শামসুর রহমানের মনোনয়নপত্র জমা দিতে হাজারো মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২১ ১২:৩৪
৭৫ পরবর্তী সিটি কলেজের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সাবেক যশোহর কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব থাকা এই অসীম সাহসি নেতা আজ জনতার ঢল নিয়ে শালিখা উপজেলা প্রকম্পিত করেছেন। আওমী ইতিহাসের সাথে জড়িত এই নেতা আজ বিনয়ের সাথে ঐক্যবদ্ধ জনতার রায় নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এল,এল,বি ডিগ্রিধারী এডভোকেট শামসুর রহমান ২নং তালখড়ি ইউনিয়নের নির্যাতিত আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের তৃণমূল নেতা-কর্মী ও উনার প্রিয় জনতাকে নিয়ে ইউনিয়নবাসীর সেবার লক্ষ্যে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে।
শালিখা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. শামসুর রহমান (শামসু) এই ইউনিয়নের মা, মাটি ও মানুষের নেতা, সুতরং আগামি ২৮ নভেম্বর জনাব এ্যাড. সামসুর রহমান শমসু কে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেছেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও হাজারো জনতা।