10/26/2025 মণিরামপুরে সরকারীভাবে বরাদ্দের আগেই প্রতীকসহ প্রার্থী আজব আলীর পোষ্টার ফেসবুকে
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২১ ১৯:০১
এ বিষয়ে ওই প্রার্থী আজব আলী দাবি করেছেন যে,তার এলাকার মান্নান নামের এক ব্যক্তি এমন ষড়যন্ত্র করে নিজেই নিজের আইডি দিয়ে ফেসবুকে পোস্ট করেছে। তবে, আব্দুল মান্নান মোবাইল ফোনে জানিয়েছেন, তিন হাজার পোস্টার আজব আলী আগাম ছাপিয়ে নিজের হেফাজতে রেখেছিল আর সেখান থেকে তার পাড়ার ছেলেরা একটা পোস্টার বের করে এনেছে।