12/14/2025 যশোরে রেল স্টেশন হারিয়ে যাওয়ার ইতিহাস
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারী ২০২২ ০৩:২৯
স্টেশনে এখন ফসল ফলাচ্ছে এলাকার প্রভাবশালীরা। অথচ এক সময় কত মানুষের কোলাহল ছিল এই স্টেশনকে ঘিরে। এখন বোঝার উপায় নেই। স্টেশনে আলেকলতা, সজনে গাছ, বুনো পোল্লা, আতছটির ছড়াছড়ি। মানুষের পদধুলি নেই। স্টেশনে যাবার রাস্তাও বেদখল হয়ে গেছে। স্থানীয় মানুষরা কেউ বলতে পারেনি কবে থেকে স্টেশনটি বন্ধ হয়ে গেছে। এখন রেল থামে না। এটাই একটি রেল স্টেশনের হারিয়ে যাওয়ার ইতিহাস।