11099
05/07/2025
পটিয়ায় মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত
পটিয়ায় মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৮
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। পটিয়ার বিশিষ্ট রাজনীতিক, সংস্কৃতি সংগঠক ও মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি বড়ুয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়া গৌরব সংসদের উদ্যোগে স্মরণসভা ১১ ফেব্রুয়ারি শুক্রবার পটিয়া ক্লাব মিনি হলে অনুষ্ঠিত হয়। স্মরণসভা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে ও প্রভাষক ভগীরথ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু। অনুষ্ঠানে মৃণাল কান্তি বড়ুয়া স্মরণে প্রকাশিত 'হৃদয়ে মৃণাল' গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়। সভায় বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, প্রবীণ শিক্ষাবিদ সন্তোষ বড়ুয়া, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, প্রয়াতের বড়ভাই বিমল কান্তি বড়ুয়া, মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাংবাদিক-গবেষক এসএমএকে জাহাঙ্গীর, শিক্ষক নেতা শ্যামল দে, কবি-সাংবাদিক শিবুকান্তি দাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, উত্তরাধিকার সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া, ওয়ার্কার্স পার্টি নেতা শান্তপদ বড়ুয়া, জসীম উদ্দিন, আবদুর রহমান রুবেল প্রমুখ।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]