05/06/2025 যুবলীগ নেতা হাজী বাবলুর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
যুবলীগ নেতা হাজী বাবলুর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০৬
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন। প্রতিটি আশা,বেচে থাকো হাজার বছর। এই কামনায় গাজীপুরের টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী হাজী মোঃ বাবলু জন্ম দিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
গতকাল শুক্রবার রাতে খাঁ -পাড়া এলাকায় ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো রবিউল হোসেন দুলুর উদ্যোগে তার অফিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মধ্যে দিয়ে তাকে জন্ম দিনর শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো আক্তার হোসেন, মো শফিক মিয়া,হাজী মনির হোসেন, মো সোহেল মিয়া, নুর- নবী, সিদ্দিকসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মী।
এ সময় হাজী মোঃ বাবলু বলেন,আমার জন্ম দিন উপলক্ষে এতো সুন্দর আয়োজন করায় যুবলীগের পক্ষ হতে সকলকেই ধন্যবাদ। আমি অতন্ত্য খুশি।