12/14/2025 মণিরামপুরের কৃতি সন্তান নির্বাহী অফিসার শাহিন সপ্তম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ "অজ্ঞাত যাতনা" পাওয়া যাচ্ছে বই মেলায়
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২২ ০৫:০৭
শাহিন সপ্তম মণিরামপুর উপজেলার কৃতি সন্তান বর্তমানে
নরসিংদী জেলার বেলাবো উপজেলার নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি অবসরে তিনি লেখালিখি করেন শখের বসে। "অজ্ঞাত যাতনা" বইটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। জানাযায় এই কবির এথম কাব্য গ্রন্থের নাম পাথুরে ফুলের গন্ধে।