12/15/2025 যশোর মনিরামপুরে নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্ধি কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২২ ১৫:৩২
গত ২৮ মার্চ সোমবার সন্ধার পর থেকে সে নিখোজ ছিল। নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে একই গ্রামের আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করে পিবিআই পুলিশ। তাদের স্বীকারুক্তি ও দেখানো পথে অনুসন্ধানে গিয়ে মদনপুর গ্রামে নিমতলা নামক মাঠের ডোবার পাড়ে বৃহস্পতিবার দুপুরে মাটি খুড়ে লাশটি উদ্ধার করেছে তদন্ত কর্মকর্তা পি বি আই পুলিশের একটি টিম। তবে কি কারনে হত্যার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি ।