05/06/2025 মণিরামপুর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশেষ পরিচিতি সভা অনুষ্টিত
মণিরামপুর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিশেষ পরিচিতি সভা অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল ২০২২ ০২:১২
মণিরামপুর প্রতিনিধি।। মণিরামপুর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে (৩১শে মার্চ) মণিরামপুর নুরজাহান কমিউনিটি সেন্টারে শ্রমিকদের মাঝে বিশেষ পরিচিতি সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মণিরামপুর ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , স্পন্সার হিসাবে উপস্তিত ছিলেন সোনালি কর্পোরেশন স্বত্তাধিকারী মোঃ ফিরোজ হোসেন, এ. বি সি কনকসেকশন কেমিক্যাল লিঃ এর এম.ডি বিল্লাল হুসাইন। মিম ব্রিকস মিম এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ হাফিজুর রহমান, অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আমাদের মণিরামপুর ইমারত শ্রমিক ইউনিয়ন সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সবসময় শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে, এই সংগঠন শ্রমিকদের বিপদে আপদে পাশে থাকবে বলে বক্তারা আশ্বাস প্রকাশ করেন। পরিচিতি সভা শেষে সোনালী কর্পোরেশন এর সৌজন্যে শ্রমিকদের মাঝে লাকী কুপনের আয়োজন করা হয়। লাকী কুপনে ৩৪ টি পুরস্কারের ব্যাবস্থা করা হয়। কুপন শেষে মণিরামপুর ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুপুরের খাবার বিতরন করেন সকল শ্রমিকদের মাঝে।