05/02/2025 পুলিশের অভিযানে ঘোলঘোরিয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের দপ্তরি আয়ুবসহ ৬ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক।।
৩০ জানুয়ারী ২০২৩ ০৩:২৭
নাটোরের সিংড়া থানা পুলিশের অভিযানে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় ৬ মাদক কারবারি আটক, মোটা অংকের টাকার বিনিময়ে ১৫১ বা ১৩৪ ধারায় আদালতে সোপর্দ করার পায়তারা চলছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি অভিযানিক দল গত শনিবার ২৮ জানুয়ারী বগুড়া শেরপুরের ঘোলঘোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ১। মোঃ আইয়ুব আলী পিতার নামঃ মোঃ ফরিদ গ্রামঃ- ঘোলঘোরিয়া পোস্ট পেঁচুল থানা শেরপুর জেলাঃ- বগুড়া ২। ঈসমাইল ৩। দয়াল ৪। দয়ালের স্ত্রী ৫।শফিকুল ৬।জহুরুল মোট ৬ জনকে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় নাটোরের সিংড়া থানা এলাকার বনকুরইল এলাকার দয়ালের বাড়ি হইতে ৪০০ চারশত গ্রাম গাঁজাসহ আটক করেছে।
মোটা অংকের টাকায় দফারফা করে ১৫১ বা ১৩৪ ধারায় আদালতে প্রেরণ করানোর অপচেষ্টা করছে।
এ ব্যপারে সিংড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।