05/01/2025 খুলনার সমাবেশ সফল করতে মাগুরা বিএনপির লিফলেট বিতরণ
মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।।
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৬
কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহ্সান হাবীব কিশোর, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান, সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, জেলা বিএনপির নেতা আশরাফ হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক জেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম টিপু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম, যুবদলের সহ সভাপতি মাহফুজুল ইসলাম ডলার, যুবদলের গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক ছবির হোসেন, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মাগুরা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ টিপু সুলতান, ৯নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক রাহুল মোল্লাসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।