05/03/2025 যশোরে ঝিকরগাছায় নানা বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে যুবকের মৃত্যু
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
১৬ মার্চ ২০২৩ ০১:২৯
যশোরের ঝিকরগাছার উপজেলা গদখালিতে নানা বাড়ীতে বেড়াতে এসে বজ্রপাতে মোঃ তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার ( ১৫ মার্চ) সকালে ঝিকরগাছা উপজেলার নবীননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত তুহিন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার মোঃ কামাল ব্যাপারীর পুত্র। নিহতের চাচা মোঃ জাহিদুল ইসলাম ব্যাপারী তার ভাইপো তুহিনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে বলেন। ১৫/২০ দিন আগে নবীনগরে তার নানা বাড়ি বেড়াতে যায় । দুর্ভাগ্যবশত সকালে বজ্রপাতে তুহিনের মৃত্যুর সংবাদ পাই। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা নবীননগরে মৃত তুহিনকে দেখতে আসেন।