05/02/2025 কেশবপুরে বিএমএসএস এর আহ্বায়ক কমিটি গঠন
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
২৯ মার্চ ২০২৩ ০৬:১৬
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেশবপুর উপজেলা কমিটি গঠন করার লক্ষে মঙ্গলবার (২৮ শে মার্চ) বিকালে, কেশবপুর পৌর শহরের আল আমিন মডেল একাডেমিতে তরুণ সাংবাদিক তাজাম্মুল হোসেনের উপস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিনিয়র সাংবাদিক এম এ রহমানকে আহ্বায়ক কমিটির সভাপতি করে ও তরুণ সাংবাদিকবৃন্দদের সদস্য করে আহ্বায়ক কমিটি ঘোষনা করেন বিএমএসএস এর যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা।
অনুষ্ঠানে বিএমএসএস এর কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নাসিম রেজা। যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ( জেলা প্রতিনিধি,মাই টিভি) সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সবাইকে একতা থাকার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানের সিনিয়র সাংবাদিক এম এম রহমান তরুণ সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্বারোপের উপর বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক গড়ে চেতনার পত্রিকার যশোর জেলার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ ওয়াজেদ আলী তরিকুল ইসলাম, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ সেতু, সহ যুগ্ন সম্পাদক ইকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাই টিভির ক্যামেরা পার্সন খন্দকার তরিকুল ইসলাম, যশোর জেলা কমিটির নারী বিষয়ক সম্পাদিকা তহমিনা খাতুন উপস্থিত ছিলেন। কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিক,মাওলানা আব্দুস সাত্তার ও আব্দুল করিম। উক্ত সভায় উপস্থিত ছিলেন ২ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ রাহাজউদ্দীন, সাংবাদিক আক্তার হোসেন ( চ্যানেল এস), সাংবাদিক মাহাবুর রহমান,সাংবাদিক ইমরান হোসেন ইমু,মোঃ নাছির উদ্দীন,আব্দুস সালাম মুর্শেদী সহ আরও অনেক তরুণ সাংবাদিকবৃন্দ।