05/02/2025 জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কুটির শিল্পে সমৃদ্ধি মজুমদার মেধার বিভাগীয় পর্যায়ের সাফল্য
অলিয়ার রহমান।।
২৩ জুলাই ২০২৩ ১৯:০৭
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধি।।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ এ সমৃদ্ধি মজুমদার মেধা কুটির শিল্পে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। ২২ তারিখি সকাল ৯ টায় খুলনা জেলা স্কুলে অনুষ্ঠিত হয় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। ১০ টি জেলার সেরা হওয়া প্রতিযোগীদের অংশ গ্রহনে কেশবপুর চারুপীঠের শিক্ষার্থী সমৃদ্ধি মজুমদার ২য় স্থান অর্জন করেছে। ইতিপূর্বে সমৃদ্ধি নৃত্য, চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। তার এ সাফল্যে শুভাশীর্বাদ জানিয়েছেন কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর প্রাক্তন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিউর রহমান, উল্লাসের সভাপতি আশরাফ উজ জামান খান, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু,
চারুপীঠের পরিচালক উৎপল দে, সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সভাপতি নজরুল ইসলাম খান, সহ সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক তাপস দে, কবি ও ছড়াকার দীপক বসু, মানব মন্ডল, চিত্রাংকনের প্রধান প্রশিক্ষক ওবায়েদ জাকির রাসু প্রমূখ । সে লেখক ও প্রাবন্ধিক সাহকারী অধ্যাপক তাপস মজুমদার ও চারুপীঠের সহকারী পরিচালক মৌসুমী সরকার এর বড় মেয়ে। কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। সমৃদ্ধি সকলের আশীবার্দ প্রার্থী।#