05/01/2025 কেশবপুরে অভিভাবকদের অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত
অলিয়ার রহমান
২ নভেম্বর ২০২৩ ২১:০৩
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার বুরুলী স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার সকালে অভিভাবকদের অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ওই অবহিতকরণ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান কাজল। আরও বক্তব্য দেন, বুরুলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র আচাযর্য, সাংবাদিক সোহেল পারভেজ, অভিভাবক আব্দুস সবুর, রুহুল আমীন সরদার, মকলেছুর রহমান গাজী, শেখ রায়হান প্রমুখ। #