05/01/2025 মণিরামপুরে চাষীদের বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ করেন এমপি ইয়াকুব আলী
মণিরামপুর প্রতিনিধি।।
৬ এপ্রিল ২০২৪ ২২:৩৬
মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন যশোর-৫,মণিরামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম ইয়াকুব আলী।
শনিবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত চলতি খরিপ মৌসুমে প্রনোদনার বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠনে এমপি ইয়াকুব আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্ব করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওলিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা জি এম মজিদ, গৌর কুমার ঘোষ, বাবলুর রহমান বাবলু, আবুল কালাম আজাদ মিলন, মাসুদ পারভেজ প্রমুখ।