11/03/2025 মণিরামপুরে বারোমাসে তরমুজ চাষে সাফল্য
মনিরামপুর প্রতিনিধি।
৩ নভেম্বর ২০২৫ ০০:০৩
মনিরামপুর প্রতিনিধি।। মনিরামপুরে গ্রীষ্মকালীন অসময়ে বারোমাসে তরমুজ চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছেন কৃষক খলিলুর রহমান। আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম ও সঠিক পরামর্শ থাকলে মৌসুমের বাইরে ফসল ফলানো সম্ভব।
খলিলুর রহমান জানান, প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় করে তিনি তরমুজ চাষ করেছেন পৌরসভার তাহেরপুরে ৫০ শতক জমিতে। ইতোমধ্যে ক্ষেতের তরমুজ বাজারজাতের প্রস্তুতি চলছে। তিনি আশা করছেন, প্রায় তিন লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন। এ সাফল্যের পেছনে সার্বিক তত্ত্বাবধান ও প্রযুক্তিগত সহযোগিতা করেছেন মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা। তার সহায়তায় খলিলুর রহমান আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষে মনোনিবেশ করেন, যা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।
মণিরামপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ জানিয়েছেন, এভাবে অসময়ে তরমুজ চাষের সফলতা অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে নতুন কৃষি উদ্ভাবনে অংশ নিতে।
উপ সহকারী কৃষি অফিসার বিএম হাফিজুর রহমান বলেন, এর আগে মণিরামপুরে গ্রীষ্ম কালীন তরমুজের চাষ ছিল না, চাষী খলিলুর রহমানের সাফল্যের পিছনে সার্বিক সহযোগিতা পরামর্শ দেওয়া হয়েছে যার ফলে চাষী খলিলুর রহমানের আজ এই সাফল্য। ইতোমধ্যে অনেক কৃষক আমার সাথে যোগাযোগ করতেছে যে আমাদের মাটিতে এত সুন্দর তরমুজ চাষ হয় আমাদের জানা ছিল না। আশাকরি আগামীতে আরো বিপুল পরিমাণ জমিতে তরমুজ চাষ হবে।