12/20/2025 শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল
সমসাময়িক
২০ ডিসেম্বর ২০২৫ ০৮:২২
মোঃ শাহ্ জালাল।। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে যশোরের মণিরামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আনুমানিক দুইটার দিকে, বাদ জুম্মা মণিরামপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্র মসজিদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেন মণিরামপুরের সর্বস্তরের ছাত্র-জনতা। এ সময় তারা “জান দেবো, জুলাই দেবো না” "তুমি কে? আমি কে? হাদি হাদি" সহ বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করেন।
বিক্ষোভকারীরা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।