12/30/2025 যশোর-৫ মণিরামপুর আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন জমা
সমসাময়িক
২৯ ডিসেম্বর ২০২৫ ২২:২০
মনিরামপুর প্রতিনিধি।। যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে ১৩ জন মনোনয়নপত্র ক্রয় করলেও ৮ জন প্রার্থী জমা দিয়েছেন। সোমবার ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে ৫ জন মনোনয়নপত্র জমা হয়েছে। বাকী তিন জন যশোরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে, এই সংসদীয় আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হলেন- মাওলানা রশিদ আহমাদ (বিএনপির নেতৃত্বাধীন জোটের জমিয়তে উলামায়ে ইসলাম), অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন (মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি), অ্যাডভোকেট গাজী এনামুল হক (জামায়াতে ইসলামী বাংলাদেশ), এম এ হালিম (জাতীয় পার্টী), জয়নাল আবেদিন টিপু (ইসলামি আন্দোলন বাংলাদেশ), এবিএম আশিকুর রহমান (গণ-অধিকার পরিষদ), মোঃ কামরুজ্জামান শাহীন (স্বতন্ত্র), ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র), ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ (স্বতন্ত্র), ডাঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র), আবু নসর মোহাম্মদ মোস্তফা (স্বতন্ত্র), আ: করিম (বাংলাদেশ খেলাফত মজলিস), মোঃ তবিবুর রহমান (খেলাফত মজলিস)।
এদিকে শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এরা হলেন- বিএনপি নেতৃত্বধীন জোটের রশিদ আহমাদ, মণিরামুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন (স্বতন্ত্র), জামায়াতে ইসলামী বাংলাদেশের অ্যাডভোকেট গাজী এনামুল হক, জাতীয় পার্টির এম এ হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদিন টিপু, ব্যারিস্টার মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র), ব্যারিস্টার এবিএম গোলাম মোস্তফা তাজ (স্বতন্ত্র), ডা. নজরুল ইসলাম (স্বতন্ত্র)।