05/04/2025 মনোনয়ন ফরম জমা দিলেন মনিরামপুর পৌর কমিশনার প্রার্থী- আদম আলী
মনোনয়ন ফরম জমা দিলেন মনিরামপুর পৌর কমিশনার প্রার্থী- আদম আলী
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২০ ১৫:৫৭
মনিরামপুর প্রতিনিধি।।
আগামী ৩০ জানুয়ারি ২০২১ইং বছরের শুরুতেই যশোরে মনিরামপুর পৌরসভার নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে জমে উঠেছে ইতিমধ্যে নির্বাচনী আমেজ। প্রার্থীরা শুরু করেছেন মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়া। আজ মঙ্গলবার ২৯শে ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড দূর্গাপুর (মূল) স্বরূপদাহ গ্রামের কমিশনার প্রার্থী সাবেক কমিশনার ও সাবেক পৌর যুবলীগের আহবায়ক আদম আলী তার নিজ নির্বাচনী এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সঙ্গে নিয়ে মনিরামপুর উপজেলা সহকারী রিটানিং অফিসার সহিদুর রহমানের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এসময় তার সাথে ছিলেন ৪নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর গাজী, রহিম মুন্সি, মোঃ নূর ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন, সামাদ বিশ্বাস, মগরব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আকামত আলী, আবুল কাশেম মনু, মিজানুর রহমান, রফিক, খালেক প্রমূখ।
মনোনয়ন ফরম জমা শেষে কমিশনার প্রার্থী আদম আলী বলেন, এবার কমিশনার হিসেবে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এলাকার রাস্তা ঘাট মেরামত, ড্রেন তৈরী, ও মাদক সন্ত্রাস মুক্ত ওয়ার্ড গড়া। অতীতে আমি গ্রামের অসহায় দীন দুখি মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকব এবং পৌরসভার চলমান উন্নয়ন কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সুতরাং আমি আমার ৪ নং ওয়ার্ড দূর্গাপুর (মূল) স্বরূপদাহ বাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।