12/14/2025 মনিরামপুরের গর্ব কবি সনৎ কুমার কুন্ডু ১২৫০ টির বেশি কবিতা লিখেছেন
নিজস্ব প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৭
মোঃ শাহ্ জালাল।।
মনিরামপুরের গর্ব "কবি সনৎ কুমার কুন্ডুর" সম্প্রতি প্রকাশিত হলো যশোর যাত্রী প্রকাশনী থেকে "শূন্য পাত্রে ছিন্ন জীবন" নামক কাব্যগ্রন্থ। মনিরামপুরের এই কবির জন্ম ১৯৫১ সালের ১১ই আগস্ট ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর পৌরসভাধীন মনিরামপুর গ্রামে।
বাউল, লোকগীতি, ধর্মীয়, আধুনিকসহ বিভিন্ন গানের সংখ্যা ১৩০০ টির বেশি। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে স্বীকৃতি লাভ করেন। এ সময় ৩৩ টি বাউল গান প্রচারিত হয়। তারপর ২০০৯ সালে অপদেবতার কৌপিন নামে বাউল গীতি কাব্যের সংকলন প্রকাশিত হয়। তাতে ১০টি গান স্থান পায়। এছাড়াও চিত্রকর হিসাবে মনিরামপুর স্থানীয় মহলে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি।কর্মজীবনের মাঝামাঝি সময়ে ডি এইচ এম এস ডিগ্রি লাভ করেন। ৪ পুরুষের হোমিও ডাক্তারি পেশা টিকিয়ে রাখার পাশাপাশি লেখালেখিটাও চালিয়ে যাচ্ছেন। যশোরের মনিরামপুরের এই কবির তিন কন্যা সন্তান ও স্ত্রী জ্যোৎস্না রানী কুন্ডুর অনেক অবদান তার কবিতা, গল্প, সাহিত্য ও লেখালেখির পেছনে।