4942
08/21/2025
শামছুন্নাহার এর লেখা কবিতা- জোছনায় ছন্দ মেলাবো
শামছুন্নাহার এর লেখা কবিতা- জোছনায় ছন্দ মেলাবো
নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২১ ১৮:২৮
লালদীঘিতে ভাসায় তরী
তরীর গলায় আছে দড়ি,
ঢেউএ ঢেউএ আঁছড়ে পড়ে
বাঁধি এখন দীঘির পাড়ে।
ঘনিয়ে আসবে সন্ধ্যা যখন
যাবে না সময় মন্দা তেমন,
তুমি আমি দুজন মিলে
ভাসায়ে তরী যাব ঝিলে।
শাপলা শালুক ঝিলে বিলে
পানকৌড়ি ও আছে মিলে,
ওদের সাথে সঙ্গ দেবো
রাতের জোছনায় ছন্দ মেলাবো।
সুখ সারির সাথে কইব কথা
ভুলে যাব সকল ব্যাথা,
এই রাত হবে সোনায় সোহাগা
টাপুর টুপুর বৃষ্টিতে ভেজাবো গা।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]