05/04/2025 করোনা আক্রান্ত অভয়নগরের সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান
করোনা আক্রান্ত অভয়নগরের সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২১ ১২:৪১
কে.এম আলী, বিশেষ প্রতিনিধি: দৈনিক ইত্তেফাক পত্রিকার অভয়নগর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ বদরুজ্জামান কোভিড-১৯ করোনা আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে তার কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। তিনি একযুগের ও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকে অত্যান্ত সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সম সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। তিনি জাওয়াদ গ্রুপ লিমিটেড এবং হোম মিডিয়ার চেয়ারম্যান মোল্লা আতাউর রহমান মিন্টুর বড় ভাই। বেশ কিছু দিন ধরে তিনি ঠান্ডা জনিত সর্দি কাশিতে ভূগছিলেন পরে তার নমুনা পরিক্ষা করলে করোনা পজেটিভ রিপোর্ট আসে। অভয়নগর রিপোর্টাস ইউনিট ক্লাব সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর -যশোর সাংবাদিক সংগঠন সহ সিনিয়র সাংবাদিক বদরুজ্জামানের আশু সুস্থতা কামনা করে দোঁয়া চেয়েছেন সুশীল সমাজ।