দৈনিক সমসাময়িক ডেস্ক।।
দৈনিক সমসাময়িক নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী "মণিরামপুর((Monirampur))" গ্রুপে ছবির প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন মোট ৪১জন প্রতিযোগি, ছবি সংখ্যা ৩৩০টি । ফাইনাল রাউন্ডে ছিলেন ২২জন এর মধ্যে যাচাই বাছাই শেষে ফাইল থেকে ছিটকে পড়লেন ১৩ জন। বাকি ৯ জনের হাড্ডাহাড্ডি লড়াই শেষে, শেষ পর্যন্ত ৫ জন কে রেখে ফলাফল ঘোষণা করেন প্রধান বিচারক অলিয়ার রহমান ও সহযোগী বিচারক শরিফুল ইসলাম, সায়েদ রিয়াদ হাবিব।।
প্রথম স্থানে- ফেসবুক আইডির নাম Mohiuddin Mohin

যৌথভাবে দ্বিতীয় স্থানে- ফেসবুক আইডির নাম- Shafiar Rahman ও Mostofa Kamal


যৌথভাবে তৃতীয় স্থানে- ফেসবুক আইডির নাম- Sazzad Hossain ও Md Akhtar

প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় মোঃ শাহ্ জালাল।
আয়োজনে ছিলেন- দৈনিক সমসাময়িক নিউজ। সময়ের সাথে সবসময় সত্যের পথে।