05/01/2025 মনিরামপুর রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে দশ টাকা কেজি চাউল বিতরণ
মনিরামপুর রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে দশ টাকা কেজি চাউল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২০ ০৫:৫৮
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” দরিদ্রদের জন্য স্বল্পমূলে খাদ্য বিতরণ কর্মসূচীর আওতায় দশটাকা কেজি চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রাজগঞ্জ বাজারে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে এ চাউল বিতরণ করা হয়।
এসময় ট্যাগ অফিসার এস.এম মারুফুল হক এর উপস্থিতিতে বিতরণকালে উপস্থিত ছিলেন, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জি.এম মশিউর রহমান, ছাত্রলীগ নেতা কাফি, ডিলার নিজাম উদ্দীন গাজী প্রমূখ।
এসময় ট্যাগ অফিসার এস.এম মারুফুল হক বলেন, মানবতার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সব সময় গরীব দু:খীদের পাশে আছেন। আর সেজন্যই দেশের প্রতিটি ইউনিয়নে অসহায়, গরীব পরিবারের মাঝে এই স্বল্পমূলে চাউল বিতরণ করেন সরকার। রাজগঞ্জ বাজারে ডিলার নিজাম উদ্দীম গাজীর মাধ্যমে চালুয়াহাটি ইউনিয়নের অত্র এলাকার মোট ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কার্ডধারী দশ টাকা কেজি হিসেবে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।