চট্টগ্রামের পটিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়েখ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর স্বরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ পটিয়া-বোয়ালখালী সমন্বয় পরিষদের আওতাধীন ১১১নং শাখা রতনপুর কেলিশহর শাখার উদ্যোগে আজিমুশশান এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর ) পু্র্ব রতনপুর মৌলভীবাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় শাখার সভাপতি মাওলানা মুফতী জসিম উদ্দীন নুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা পরিষদ এর আহবায়ক মাওলানা মো. ফোরকান উদ্দীন।অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহল্লা কড়লডেংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান, জসীম উদ্দিন মাষ্টার, ইকবাল হোসেন, সোলাইমান তালুকদার, তৌফাইল আহমেদ, হাজী জাবের হোসেন, আবদুল আলম, শায়ের মোহাম্মদ আলী প্রমূখ।পরিশেষে প্রিয় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর উসিলায় বৈশ্বিক মহামারী করোনার ভয়াল প্রকোপ থেকে সমগ্র বিশ্ব, প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর নাজাত এবং নিরাপত্তা কামনা করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের দীর্ঘ হায়াত এবং দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। উক্ত মাহফিল আখেরি মোনাজাত শেষে সকলের মাঝে তবরুক বিতরণ করা হয়।