8878
05/01/2025
যশোরের জনপ্রিয় কবি অলিয়ার রহমান এর কবিতা- ঝড়ের কান্ড
যশোরের জনপ্রিয় কবি অলিয়ার রহমান এর কবিতা- ঝড়ের কান্ড
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২১ ০৩:২৮
ঝড়ের কান্ড
অলিয়ার রহমান
সুনীল মাঝি বাজার থেকে ফিরছে বাড়ি,
সূর্য্য তখন গেছে দুরের আকাশ ছাড়ি।
চাঁদ মামাটা হারিয়ে গেছে মেঘের তলে,
কালো মেঘের মনটা ভারী সাগর জলে।
সঙ্গে তাহার ভাগ্নে আছে - তাগড়া দেহ,
তাহার মতো শক্ত পুরুষ দেখছে কেহ?
দু'জন মিলে হাঁটছে তারা বাড়ির পানে,
হঠাৎ সুনীল আছড়ে পড়ে হাওয়ার টানে।
পড়লো গিয়ে পাশে ধানের ক্ষেতের মাঝে,
গগন জুড়ে ভীষণ জোরে ডংকা বাজে।
তখন হঠাৎ আকাশ কোণে বিজলি এলো,
চারিদিকে ঝিলিক দিয়ে ঝরলো আলো।
সুনীল বলে - দেখলে বাপু ব্যাপারখানা?
ঝড় বৃষ্টি ওনার হাতে - সবার জানা।
উনি আমায় কাদার ভিতর ফেলে দিল,
পরে আবার লাইট জ্বেলে দেখেও নিল।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]