8981
05/15/2025
মাগুরার শালিখা ও মহাম্মাদপুর ইউনিয়নের বে-সরকারিভাবে নির্বাচিতদের ফলাফল
মাগুরার শালিখা ও মহাম্মাদপুর ইউনিয়নের বে-সরকারিভাবে নির্বাচিতদের ফলাফল
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২১ ১৬:৩৯
রাশেদ রেজা, মাগুরা।।
১নং ধনেশ্বরগাতী ইউনিয়নে নৌকার প্রার্থী বিমলেন্দু শিকদার বেসরকারী ভাবে নির্বাচিত।
২নং তালখড়ি সিরাজ উদ্দিন মন্ডল নৌকা প্রতিকে বেসরকারী ভাবে নির্বাচিত।
৩নং আড়পাড়া ইউনিয়নে আরজ আলী সতন্ত্রপ্রার্থী বে-সরকারিভাবে নির্বাচিত।
৪নং শতখালী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন ঝন্টুবে সরকারিভাবে নির্বাচিত।
৫নং শালিখা ইউনিয়নে ঘোড়া প্রতীকের হুসাইন শিকদার বেসরকারিভাবে নির্বাচিত।
৬নং বুনাগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বক্তিয়ার লস্কর বেসরকারিভাবে নির্বাচিত।
৭নং গঙ্গারামপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল হালিম বেসরকারী ভাবে নির্বাচিত।
এবং মহাম্মাদপুর ইউনিয়নে-
বিনোদপুর ইউনিয়নে নৌকা প্রতীকে প্রার্থী শিকদার মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত।
পলাশবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সিকান্দার আলী (ঘোড়া) বেসরকারিভাবে নির্বাচিত।
নহাটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তৈয়েবুর রহমান তুরাপ ( ঘোড়া) বেসরকারিভাবে নির্বাচিত।
বালিদিয়া ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী
মোহাম্মদ মফিজুর রহমান (মিনা) বেসরকারী ভাবে নির্বাচিত।
বাবুখালী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মীর সাজ্জাদ আলী বেসরকারিভাবে নির্বাচিত।
মোহাম্মদপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী ইকবাল আক্তার কাফুর( উজ্জল) বেসরকারী ভাবে নির্বাচিত।
রাজাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]