12/14/2025 মণিরামপুরে দেবরের দার কোপে ভাবি আহত
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২১ ১১:৩৬
তখন শরিফুল ক্ষিপ্ত হয়ে আমার ভাগ্নে তানভীরকে মারপিট করে। আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাঁকে বেদম পেটায়। ভয়ে আমার বোন দৌঁড়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আশ্রয় নেন। তখন শরিফুল দা নিয়ে তাঁকে ধাওয়া করে। আবু হুরায়রা বলেন, এরপর জোর করে ঘরে ঢুকে সে দা দিয়ে আমার বোনের পিঠে ও মাথায় দুটো কোপ দেয়। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আমি নিজে সোমবার রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়েছি। আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারের পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।