12/14/2025 যশোরের আলোচিত কবি অলিয়ার রহমান এর কবিতা- বিজয়
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২১ ১৫:১৮
বীরের জাতির কাছে নতজানু শীত
বেদনা দিয়েছে এনে বিপরীতে হিত
কাঁদবার সময় নেই আর,
উনুনে পিঠার ছাঁচ বহুদিন পর
খোকার হাসির তোড়ে মুখরিত ঘর
শুধু মায়ের চোখ দু'টি ভার।
এমন কান্নার দিন মায়েদের থাক
টেংরা পুটির সাথে কচি লাউ শাক
তুলে দিক ছেলেদের পাতে,
তোমার আচলে আজ বিজয়ের গান
ভুলে যাও অতীতের চাপা অভিমান
দেশ আজ বিজয়ীর হাতে।