পাইকগাছায় মুজিববর্ষে গবাদিপ্রাণির বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২ ১০:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২ ১০:২৬

ছবি সমসাময়িক

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।

মুজিববর্ষ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর সহ সকল ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট এন এ টি পি’র অর্থায়নে বিনামূল্যে,গবাদি প্রাণির, টিকা,কৃমিনাশক এবং সকল প্রকার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও দুধ,ডিম,মাংস উৎপাদনের মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ ও মেধাবী জাতি গঠণের উদ্দেশ্যে,বিনামূল্যে গরু,ছাগল, হাঁস-মুরগীর টীকা কৃমি নাশক ঔষধ ও চিকিৎসা প্রদান করায় উপজেলায় গবাদি প্রানির রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন হওয়ায় এলাকার সাধারণ মানুষ প্রানী পালনে আগ্রহী হচ্ছেন।বিনামূল্যে ভ্যাকসিন কৃমিনাশক ও চিকিৎসা সেবা কার্যক্রমে নিয়মিত সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃবিষ্ণুপদ বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ডাঃ পার্থ প্রতিম রায়,ডাঃ মুর্শিদা পারভীন।ভ্যাক্সিনেশন ও ডি ওয়ামিং ক্যাম্পে সার্বিক দায়িত্ব পালন করছেন-উপজেলা উপ সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা কে এম তৈয়ব আলী,মোঃ তরিকুল ইসলাম,এস এম কামরুল আবেদীন।ক্যাম্পে সার্বিক সহযোগিতায় এফ এ, শুভংকর গোলদার, মোঃ ফসিয়ার রহমান সহ সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সিল।এ সকল ক্যাম্পে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলায় সকল ক্যাম্পের আওতায় ৮ হাজারের উর্দ্ধে গরু ও ১৮ হাজারের ঊর্ধ্বে ছাগলের এ সেবা প্রদান করা হয়েছে।মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: