কেশবপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ০২:৩৩

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ০২:৩৩

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পরে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান প্রমুখ। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমিসহ হাসপাতালের চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। সভায় গর্ভবতী নারী, দুগ্ধদানকারী মা, শিশু, কিশোরী ও বয়স্কদের পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। #




আপনার মূল্যবান মতামত দিন: