কেশবপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ০০:৩০

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ০০:৩০

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


যশোরের কেশবপুরে রোববার সকালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সৌমেন কুমার, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রায়হান আহমেদ বাপ্পি প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: