মধুমেলায় স্যানিটেশন সুবিধা ও পানির চাহিদা মেটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২৩:৪৮

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২৩:৪৮

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ


সাগরদাঁড়ি মধুমেলায় আগত হাজারো দর্শনার্থীদের সেবায় স্যানিটেশন সুবিধা ও পানির চাহিদা মেটাতে ১৫টি ল্যাট্রিন এবং ৫টি নলকূপ স্থাপন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোর এটি বাস্তবায়ন করেছে বলে জানা গেছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রায়হান আহমেদ বাপ্পি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়িতে অনুষ্ঠিত নয়দিনব্যাপি মধুমেলায় ১৫টি অস্থায়ী ল্যাট্রিন ও ৫টি নলকূপ স্থাপনের মাধ্যমে মেলায় আগত দর্শনার্থীদের স্যানিটেশন সুবিধা এবং পানির চাহিদা মেটানো হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের এ উদ্যোগটি বেশ প্রশংসিত হয়েছে। আগামী ২৭ জানুয়ারি শেষ হবে এ মধুমেলা। #




আপনার মূল্যবান মতামত দিন: