কেশবপুরে এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪ ০০:০১

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪ ০০:০১

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধি:


যশোরের কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে রমজান আলী নামে এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মধ্যকুল গ্রামের ওই ব্যক্তিকে সংস্থার নেতৃবৃন্দ আর্থিক সহায়তা তুলে দেন।
জানা গেছে, দিনমজুর রমজান আলীর হার্ট ব্লক হয়ে যাওয়ায় আর্থিক সমস্যার কারণে রিং পরাতে পারছেন না। বিষয়টি জানতে পেরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা জাপান প্রবাসী সাঈদুর রহমানের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি মাস্টার এস এম ইমতিয়াজ উদ্দীন, সহ উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, পরিচালক গোলাম কিবরিয়া, পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বাস জাহিদ হাসান, সহ সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির হুসাইন, এস আর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আলী হুসাইন অন্তর প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: