দেশের গন্ডি পেরিয়ে এখন প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন- ডাক্তার মেহেদী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১ ০৬:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই ২০২১ ০৬:৪৮

ছবি সমসাময়িক

দৈনিক সমসাময়িক ডেস্ক।।

করোনা ভাইরাস কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ সামলাতে বিশ্ব আজ হিমসিম খাচ্ছে। দিশেহারা প্রবাসীরা একদিকে কাজ বন্ধ অন্য দিকে করোনাভাইরাস কোভিড-১৯ তে বহু প্রবাসী আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকেই। যারা মারা গেছেন তাদের লাশও দেশে আসতে দেওয়া হচ্ছে না বলে জানান কয়েক জন প্রবাসী। অপর দিকে বহু প্রবাসীর আত্মীয় স্বজন অভাব অনাটনে রয়েছে এই মহামারীতে। এমন সময় দেশের গর্ব মানবিক ডাক্তার মেহেদী হাসান এগিয়ে এলেন প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবায়। ডাক্তার মেহেদী হাসান এর চিকিৎসা সেবা যে শুধু দেশের ভিতর সীমাবদ্ধ তা নয়। কথা বলে জানাগেল প্রবাসীদের সাথে ডাক্তার মেহেদী হাসান এর জানা-অজানা নানান গল্প। ডাক্তার মেহেদী হাসান নিজ জন্মস্থান মনিরামপুরের পাশাপাশি টেলিমেডিসিনের মাধ্যমে সারাদেশে এবং দেশের গন্ডি পেরিয়ে প্রবাসী আক্রান্তদের বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত গত বছর থেকে ২০ হাজার করোনা আক্রান্ত রোগীকে টেলিমেডিসিনের আওতায় চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। এই অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. মেহেদী হাসানকে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইইইবি) থেকে ও যশোর পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন। ডা. মেহেদী হাসান বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত। নিজ এলাকার প্রবাসীদের অসহায় আত্মীয় স্বজন সহ সাধারণ মানুষকে আর্থিকভাবেও সহযোগিতা করছেন। করোনাকালে ভাইরাসের ভয়কে উপেক্ষা করে ডা. মেহেদী প্রতি সপ্তাহেই ঢাকা থেকে নিজ এলাকায় এসে চিকিৎসাসেবা দিয়েছেন। কথা হয় প্রবাসী মঙ্গল এর সাথে তিনি জানান, শুধু ফ্রি চিকিৎসা নয়, নিজের টাকায় ওষুধও কিনে দেন ডা. মেহেদী হাসান। প্রবাসী দেবাশীষ জানান, করোনাকালে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ডা. মেহেদী তাদের অনেক সহায়তা করেছেন। ডা. মেহেদী হাসান জানান, করোনাকালে শুধু টেলিমেডিসিনের মাধ্যমে প্রায় ৪০ হাজার প্লাস মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন এই পর্যন্ত, এবং এখনও সেবা অব্যাহত রয়েছে। ২০ হাজার করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। ঢাকাসহ দেশের সকল অ্যাডমিন (প্রশাসন) ক্যাডার, পুলিশ প্রশাসন, মাস্টার, ব্যাংকার সহ ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তিনি চিকিৎসাসেবা দিচ্ছেন। মণিরামপুর প্রবাসী পরিষদ সংগঠনের নেতা শরিফুল ইসলাম জানান চিকিৎসক মেহেদী হাসান এই পর্যন্ত তার পরিচিত ১২০ জন কোভিড আক্রান্ত প্রবাসীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। এবং এখনও তার সেবায় আছে তিন'শ থেকে চার'শ প্রবাসী যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের রয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: