তালায় কমিনিউটি ক্লিনিকে কোভিভ -১৯ (করোনা টিকা) প্রদান ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৭:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১ ১৭:০৬

ছবি সমসাময়িক
মোঃ মানছু্র রহমান (জাহিদ)।। সাতক্ষীরার তালা উপজেলার (১০-১১) নভেম্বর ২দিন ব্যাপী ৩৭টি কমিউনিটি ক্লিনিকে কোভিট -১৯(করোনা টিকা) প্রদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে ৷ দুই দিনে দেয়া হবে ৩০হাজার করোনা টিকা ৷তালা উপজেলা স্বাস্হ্য কম্পপ্লেক্স এর স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, স্বাস্হ্য মন্ত্রালয়ের নির্দেশ ক্রমে তালা উপজেলার ৩৭টি কমিউনিটি ক্লিনিকে (১০-১১) নভেম্বর ২দিন ব্যাপী ৩০ হাজার ব্যক্তিকে করোনা টিকা প্রদান করা হবে ৷ ১০ নভেম্বর ৬টি ইউনিয়নে এবং ১১ নভেম্বর বাকী ৬টি ইউনিয়নে করোনা টিকা প্রদান করা হবে ৷ সকাল ৯·০০ টা হতে দুপুর ৩·০০টা পর্যন্ত এ টিকা প্রদান করা হবে ৷ প্রয়োজন হলে টিকা নিতে আসা ব্যক্তিদের উপস্হিতির উপর নির্ভর করে সময় বৃদ্ধি করা যেতে পারে ৷ তিনি আরও বলেন, আমি বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে গিয়ে টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেছি ৷ মানুষের স্বতস্ফুত অংশ গ্রহন করে টিকা গ্রহন করছে ৷ এ ব্যাপারে তিনি সিভিল সার্জন মহদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, স্যারের দিক নির্দেশনায় আমরা সঠিকভাবে কাজ করতে সক্ষম হচ্ছি ৷


আপনার মূল্যবান মতামত দিন: