 
                                
                                    আজ ২০ জুলাই মঙ্গলবার দৈনিক সমসাময়িক নিউজ এর জন্মদিন। ২০২০ সালের এই দিনে অনলাইন পত্রিকা হিসেবে দৈনিক সমসাময়িক নিউজ পাঠক, লেখক ও কর্মীদের নিয়ে যাত্রা শুরু করেছিল। দিবসটি উপলক্ষে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকাশক অলিয়ার রহমান ও সম্পাদক মোঃ শাহ্ জালাল।
দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে অনলাইন পত্রিকাটি কাগজের প্রচলিত সংবাদপত্রের রূপ নিয়ে পাঠকদের সামনে হাজির হবে খুব শীঘ্রই।
প্রতিষ্ঠটির সম্পাদক- মোঃ শাহ্ জালাল বলেন দৈনিক সমসাময়িক নিউজ সবসময় নতুন কিছু করতে চায়। এ কারণেই এ ধরনের একটি উদ্যোগ। পত্রিকার যে একটা গন্ধ, চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকা পড়ার যে আমেজ আছে তা হয়তো অনলাইনে নেই। কিন্তু করোনাকালে মানুষ এখন আর চায়ের দোকানে বসতে চাইছে না, এবং বার বার লকডাউনে ঘর বন্ধি মানুষ এখন অনলাইনে সকল নিউজ পাচ্ছে। তাই দৈনিক সমসাময়িক এগিয়ে যাচ্ছে দূরান্ত গতিতে। এবং আমাদের দৈনিক সমসাময়িক নিউজে পাঠক'দের উদ্দেশ্য আলাদা আলাদা পাতা আছে, সাহিত্য, অপরাধ, বিচার, বিনোদন, দূর্নীতি, খেলাধুলা, বিশেষ সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ডেস্ক, সম্পাদকীয়।
প্রকাশক- অলিয়ার রহমান বলেন দৈনিক সমসাময়িক নিউজ কারো চাপে মাথানত করে না। খবরের পেছনের খবর তুলে আনে প্রতিনিধিদের মাধ্যমে। সেই কারণে অনলাইন পত্রিকা খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ এখন যেকোনও স্থানে বসে তার সংবাদ জেনে নিতে পারছে সেলফোনের মাধ্যমে। বিশ্বের প্রায় সব নামি পত্রিকা এখন অনলাইনের ওপর বিশেষ জোর দিয়েছে। বেশ কয়েকটি শীর্ষ পত্রিকা এখন শুধু অনলাইনে বের হচ্ছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে পাঠক'দের উদ্দেশ্য সেই সব প্রতিনিধিদের প্রতি।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                     
                                
                                    
                                    
                            
 
                                 
                         
                             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                 
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: