মনিরামপুরে ফ্যাসিষ্ট ও মাদকবিক্রেতা সন্ত্রাসীরা কোন প্রকার ছাড় পাবেনা

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ২২:১১

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ২২:১১

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যশোর জেলার শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ পরিদর্শক(ওসি) মনিরামপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান কঠোর হুশিয়ারি উচ্চারন করে বলেছেন, পতিত সরকারের ফ্যাসিষ্ট, মাদ্রক বিক্রেতা, চাঁদাবাজসহ সন্ত্রাসীদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। যে কোন উপায় তাদেরকে আইনের আওতায় আনা হবে। ফ্যাসিষ্টসহ সন্ত্রাসীদের পক্ষে কেউ সুপারিশ করলে তাকেও ছাড়া হবেনা। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন। বুধবার রাতে মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে নবাগত ওসি বাবলুর রহমান খান এ কথা বলেন।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মত বিনিমিয় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান। সাধারন সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের দাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা শিল্পপতি আলী হোসেন ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা খন্দকার জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারি অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, শাহিনুর রহমান পান্না, সহকারি অধ্যাপক বাবুল আকতার, ফারুক আহমেদ লিটন, আসাদুজ্জামান রয়েল প্রমুখ। এর আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দাতা সদস্যদ্বয় প্রেসক্লাবে আসলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য আইন শৃঙ্খলা উন্নতিকল্পে ওসি বাবলুর রহমান খান ঝিকরগাছা থানায় দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠত্ব ওসি হিসেবে স্বীকৃতি অর্জন করেন। ২৭ মে তিনি মনিরামপুরে যোগদানের পর থেকে সার্বিক আইনশৃঙ্খলার বেশ উন্নতি হয়। আর সেই জন্য ৩০ জুন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়।




আপনার মূল্যবান মতামত দিন: