মনিরামপুরে মনির ফুড প্রোডাক্টসে মোবাইল কোর্টে বসিয়ে জেল-জরিমানা

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১৯:২৪

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১৯:২৪

ছবি- নিউজ প্রতিনিধি।

মনিরামপুর (যশোর)।। যশোরের মনিরামপুরে মনির ফুড প্রোডাক্টসে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রি তৈরীসহ বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করে। সোমবার দুপুরে সহকারি কমিশনার(ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জানাযায়, দীর্ঘদিন ধরে মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আদিলমোড়ে আব্দুর রহমানের মালিকানাধীন মনির ফুড প্রোডাক্টে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল দ্রব্য দিয়ে বিভিন্ন খাদ্য(বেকারী) সামগ্রি তৈরী করে বাজারজাত করে আসছে। এছাড়া অভিযোগ রয়েছে কোন লাইসেন্স না থাকা সত্তে¡ও মনির ফুড প্রোডাক্ট অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।
আর এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে সহকারি কমিশনার(ভূমি) মাসুদুর রহমানের নেতৃত্বে বিএসটিআই যশোর আঞ্চলিক অফিসের মাঠ কর্মকর্তা সাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত মনির ফুড প্রোডাক্টে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান জানান, অভিযানকালে বিএসটিআইসহ কোন প্রকার বৈধ লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রি তৈরীকরা সহ বিভিন্ন অনিয়মের দরুন মনির ফুড প্রোডাক্টের মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: