পটিয়া পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির  র‌্যালি

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী।। | প্রকাশিত: ২২ মার্চ ২০২৩ ০৪:৫৭

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী।।
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩ ০৪:৫৭

দৈনিক সমসাময়িক ফটো।

রহমত  বরকত ও মাগফিরাতের মাস মাহে পবিত্র রমজান মাস । আত্মশুদ্ধি ও গুনা মাফের পবিত্র এ মাসকে স্বাগত জানিয়েছেন দেশে বিভিন্ন অঞ্চলের ঈমানদার মুমিন মুসলমানগণ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখাসহ সকল প্রকার হারাম-অশ্ললীল কার্যকলাপ  বন্ধের দাবি জানিছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।  এ উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পটিয়ার  সাংগঠনিক সমন্বয়কারীগণ ও সাংগঠনিক শাখার উদ্যােগে ২১ মার্চ মঙ্গলবার বিকেলে   পটিয়া বাসষ্টেশন আদালত চত্বর থেকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক বিশাল  র‌্যালি বের করে। র‌্যালিটি পটিয়া পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে সমাপ্ত হয়। এসময়  র‌্যালি সমাবেশে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিধ ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র   অধ্যাপক হারুনুর রশিদ, মানবতার ডাক্তার ইমদাদুল হাসান, 

 মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের  সদস্য মো: নাছির উদ্দীন,  মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়কারী যথাক্রমে মো:  জাফরুল ইসলাম, মো: মফিজ উদ্দীন, আলী আকবর সিকদার, সাইফুল ইসলাম সোহেল, ওমর ফারুক, জয়নাল আবেদীন আঙ্গুর, সৈয়দ বাহারুল আলম মাষ্টারসহ বিভিন্ন শাখা কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক কর্মকর্তা ও সদস্য ব্যাবসায়ী, রাজনীতিবিধ, জন প্রতিনিধি এবং এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 




আপনার মূল্যবান মতামত দিন: