কেশবপুরের সাগরদত্তকাটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলায় ডাঙ্গা বুড়লী চ্যাম্পিয়ান

অলিয়ার রহমান | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ২১:২৪

অলিয়ার রহমান
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩ ২১:২৪

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধি:


যশোরের কেশবপুরে শনিবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাগরদত্তকাটি উত্তর পাড়া যুব সংঘের উদ্যোগে এ হাডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। 

উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও নুড়িতলা বাজারের সভাপতি তরুণ সমাজসেবক হারুনার রশিদের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম বুলু, বিশিষ্ট ঘের ব্যবসাসী বাবু ভবেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ লিটন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক দয়াল মন্ডল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আব্দুর রাজ্জাক, মহিলা মেম্বার সালমা বেগম। খেলায় রেফারি ছিলেন শওকত হোসেন। ধারা বর্ণনায় ছিলেন মাস্টার রফিকুল ইসলাম,মহির উদ্দীন মাহী, জাহাঙ্গীর আলম,শামসুর রহমান ও বিকাশ মন্ডল। 

সন্ধ্যায় এ খেলার ফাইনালে কেশবপুরের ডাঙ্গা বুড়লী দল ২-০ গোলের ব্যবধানে হদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন দল ডাঙ্গা বুড়লীকে একটি ফ্রিজ ও রানার্স আপ হদ দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ। #




আপনার মূল্যবান মতামত দিন: