চিরিরবন্দরে (অনুর্ধ ১৭ বালক) "বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইসবপুরকে হারিয়ে সাঁইতাড়া চ্যাম্পিয়ন

পি কে রায়, স্টাফ রিপোর্টার।। | প্রকাশিত: ২৭ মে ২০২২ ০২:৫৯

পি কে রায়, স্টাফ রিপোর্টার।।
প্রকাশিত: ২৭ মে ২০২২ ০২:৫৯

ফাইল ফটো

দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭ বালক) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার ২৫ মে বিকেল ৪ ঘটিকায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ বালক) খেলায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ, ৮নং সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, ৪নং ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান, ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলিম সরকার, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংসিত থাকায় সাঁইতাড়া ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৪-৩ গোলে ইসবপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করেছে।

উল্লেখ্য যে, গত ১৮ মে থেকে ২৩ মে পর্যন্ত উপজেলার ১২ টি ইউনিয়ন উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন।

ম্যাচ কমিশনার লুৎফর রহমান এর দিক নির্দেশনায় ফাইনাল খেলায় পরিচালনা রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মোরশেদ উল আলম, সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন সাজেদুর রহমান রুবেল ও হারুনুর রশিদ।




আপনার মূল্যবান মতামত দিন: